সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলা গ্রামের বর্গা চাষীর সবজির বাগানে বিভিন্ন সবজির গাছ কেটে বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সবজির বাগান মালিকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের শ্রী গোবিন্দ মাহাতোর ৮০ শতক জমি বর্গা নিয়ে চাষ করেন একই এলাকার ধলজান গ্রামের কৃষক সাজেদুল ইসলাম (২৫) ও ইব্রাহিম হোসেন (৫০)। দীর্ঘদিন ধরে তারা সবজি চাষ করে আসছিল। বর্গা নেয়া ৮০ শতক জমিতে বেগুন, পাতাকপি, আলু, পেঁপেঁ ও মুলা চাষ করে। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে ৭’শ পেঁপে, ৫’শ বেগুন ও ২’শ পাতাকপি গাছ কেটে বিনষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।
ওই বর্গা চাষিরা জানান সোমবার সকালে জমিতে এসে দেখতে পাই শত-শত সবজি গাছ পড়ে আছে। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে জমির মালিক শ্রী গোবিন্দ মাহাতো বলেন, নিমগাছি গ্রামের জাহাঙ্গীর হোসেন ও আব্দুল মমিনের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে এরই জের-ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।